ভাবগম্ভীর নিয়মে রবীন্দ্র জয়ন্তী পালন করল সর্বধর্ম সমন্বয় সভা

  • 4 years ago
*ভাবগম্ভীর নিয়মে রবীন্দ্র জয়ন্তী পালন করল সর্বধর্ম সমন্বয় সভা*

বিশ্বজয়ী মহামানব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্মজয়ন্তী ভাবগম্ভীর নিয়মে পালন করল বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা'র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ। ২৫ বৈশাখ সকাল ৮ টায় করিমগঞ্জ মাইজডিহি পয়েন্টে অবস্থিত সংস্থার কার্যালয়ে এক সংক্ষিপ্ত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন রকমের প্রাকৃতিক ফুল কবিগুরুর চরণে অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচএম আমির হোসেন, উপ-সভানেত্রীর প্রতিনিধি নির্মাল্য মুখার্জি, সৌরভ রায় প্রমুখ। রবীন্দ্র সংগীত পরিবেশন করেন শিশুশিল্পী নাদিয়া মুহাম্মদ চৌধুরী। রবীন্দ্র ভাবনায় হিন্দু-মুসলমান সম্পর্ক ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে রবীন্দ্রনাথ এ দু'টি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করেন সাধারণ সম্পাদক আমির হোসেন। সকাল সাড়ে ৮ টায় শম্ভুসাগর পার্কে রবীন্দ্রনাথের মর্মর মুর্তিতেও পুস্পাঞ্জলি অর্পন করা হয় সংস্থার পক্ষ থেকে। এদিকে, এদিন পাথারকান্দি, হৈতরখা, কানাইবাজার, গড়েরগ্রাম, পেট্রোলনগর ইত্যাদি এলাকার বেশ কয়েকটি পরিবারকে অত্যাবশ্যকীয় ১৩ টি পদের ত্রাণ সামগ্রী প্রদান করে বিশ্বকবি মানবতার দিশারীর প্রতি ব্যতিক্রমী সম্মান প্রদর্শন করেন বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা-র পক্ষে এইচএম আমির হোসেন, নির্মাল্য মুখার্জি বাপ্পা।

- সংস্থার পক্ষে সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আলম তালুকদার।

Recommended