বস্ত্র বিতরণের আনুষ্ঠানিক যাত্রারম্ভ সর্বধর্ম সমন্বয় সভা'র

  • 4 years ago
বস্ত্র বিতরণের আনুষ্ঠানিক যাত্রারম্ভ সর্বধর্ম সমন্বয় সভা'র

Youtube link :- https://youtu.be/mK7rUK_sydc
৮ এপ্রিল থেকে শুরু করে দীর্ঘ দু-মাস সাতদিন অত্যাবশ্যকীয় ত্রাণ সামগ্রী
বিতরণের পর এবার বস্ত্র বিতরণ অভিযানের আনুষ্ঠানিক যাত্রারম্ভ করলো বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা'র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ।

করিমগঞ্জ মাইজডিহি পয়েন্টে অবস্থিত সংস্থার কার্যালয়ে সোমবার বিকাল ৩ টায় করিমগঞ্জের পুলিশ অধীক্ষক কুমার সঞ্জিত কৃষ্ণ, এআইডিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, বেবিল্যান্ড ইংলিশ স্কুলের অধ্যক্ষা লোপামুদ্রা চৌধুরী, শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ আবুল হোসেন, ডিভিশনাল ফরেস্টের এসিএফ ড.সৌমিত্র দাস, সংস্থার কেন্দ্রীয় উপ-সভানেত্রী গীতা মুখার্জি, সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন প্রমুখের উপস্থিতিতে এই বস্ত্র বিতরণ অভিযানের শুভারম্ভ করা হয়। এদিন প্রায় একশত অসহায় পুরুষ মহিলাকে শাড়ি, লুঙ্গি, শার্ট, পেন্ট, সেলোয়ার, কুর্তা ইত্যাদি বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ প্রকৃয়ায় সহযোগিতার হাত বাড়ান নবোজিত ডেকা, জেড আই মজুমদার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি শুকলা চন্দ, শিক্ষক আব্দুর রশিদ চৌধুরী, রিন্টি দাস, প্রাক্তন সেনাকর্তা আলতাফ হোসেন, গার্গী মুখার্জি, সংস্থার যুগ্ম সম্পাদিকা অধ্যাপিকা ঝুমা দাস, মমতা হরিজন, ফায়ার সার্ভিস ম্যান নুরুল ইসলাম, সিদ্ধার্থ নাথ, সংবাদ কর্মী বাবুলচন্দ্র রায়, কামাল উদ্দিন, জয়দীপ দেব, সাব্বির হোসেন মুন্না, সৌরভ রায়, সলমা বেগম, সাহিল উদ্দিন, সায়না বেগম, রাজেল উদ্দিন প্রমুখ। প্রতি সপ্তাহে একশো জনকে কাপড় বিতরণের চেষ্টা করা হবে বলে জানান সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন।

================
সংস্থার পক্ষে যুগ্ম সম্পাদিকা মমতা হরিজন।

Recommended